নিজস্ব প্রতিবেদকঃ
নড়াইল-২ আসনের লোহাগড়া উপজেলার কালনা ঘাট এলাকায় গণমানুষের নেতা ও গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
গত শুক্রবার যশোর গণসমাবেশে যোগদানের পথে ভিপি নূর নড়াইল-২ আসনের প্রতিনিধি লায়ন নুর ইসলামের সাথে লোহাগড়া কালনা ঘাট মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি লায়ন নুর ইসলামকে নড়াইলের প্রতিনিধি হিসেবে পরিচয় করিয়ে দেন।
এসময় ভিপি নূর ও লায়ন নুর মসজিদের উন্নয়ন কাজে সহায়তার জন্য নগদ অর্থ ও সিমেন্ট প্রদান করেন এবং দেশ ও জনগণের কল্যাণ কামনায় দোয়া করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।