January 12, 2026, 2:42 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

সোনারগাঁয়ে লায়ন ইন্ডাস্ট্রি সিকিউরিটি, সার্ভিসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

সোনারগাঁয়ে লায়ন ইন্ডাস্ট্রি সিকিউরিটি, সার্ভিসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লায়ন ইন্ডাস্ট্রি সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। চাকরী প্রত্যাশীদের নানান সুযোগ-সুবিধার চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

সম্প্রতি এ প্রতিষ্ঠানের মাধ্যমে সিকিউরিটির চাকরি নিয়ে প্রতারণার শিকার হয়েছেন অনেকে। ভুক্তভোগীরা এ প্রতারক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জানা যায়, গত ১৭ আগষ্ট রবিবার ওই প্রতিষ্ঠানের মাধ্যমে চাকরি নিয়ে প্রতরণার শিকার কুমিল্লা জেলার হোমনা থানার রামকৃষ্ণপুর এলাকার আব্দুল হাই চৌধুরীর ছেলে নারায়ণগঞ্জ শহরের নগর খানপুর এলাকার বাসিন্দা লোকমান বাদি হয়ে লায়ন ইন্ডাস্ট্রি সিকিউরিটি সার্ভিস লিমিটেডের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে ভুক্তভোগী লোকমান উল্লেখ করেন, আমি অনলাইনে একটি বিজ্ঞাপন দেখে গত মে মাসের ১৩ তারিখ চাকরির জন্য লায়ন ইন্ডাস্ট্রি সিকিউরিটি সার্ভিস লিমিটেডে আমার সিভি ও অন্যান্য ডকুমেন্টস জমা দিয়েছিলাম। ওই প্রতিষ্ঠান আমাকে সোনারগাঁয়ের আশারির চর মেঘনায় আলম মোস্তফা গ্রুপে আমার ডিউটি দেয়। চাকরিতে অন্তর্ভুক্ত হওয়ার আগে ওই প্রতিষ্ঠান অন্যান্য ডকুমেন্টের পাশাপাশি জামানত হিসেবে আমার কাছ থেকে নগদ ৩৫০০ টাকা এবং অফিসের ফরম ফিলাপের জন্য ৩৫০ টাকা গ্রহণ করে। ফরমের ৩৫০ টাকা ছাড়া বাকি টাকা রিটার্ন দেবে বলেছে। উক্ত কোম্পানীর একজন দালাল রয়েছে, যাহার নাম শামিম রেজা। তার কাছে আমি এসব নিজে জমা দেই।

উক্ত কোম্পানীতে যোগদান করার আগে বলেছে থাকা ফ্রি, খাওয়া নিজের, মাসে ৪দিন ছুটি, ওভার টাইমের সুবিধা রয়েছে, ডিউটি ৮ ঘন্টা বললেও ১২ ঘন্টা ডিউটি করতে হয়েছে, বেতন ১৪৫০০ টাকা। সুযোগ সুবিধার মধ্যে থাকা বাদে কোন সুযোগ সুবিধাই পাইনি। জয়েন করার পর শুনি বেতন ১৪০০০ টাকা দিবে। আমি যেখানে ডিউটি করতাম ওইখান থেকে সেলিম নামে এক ভদ্রলোককে উঠিয়ে নিয়ে গেছে। তাকে কোন বেতন ওভারটেম দেয় নাই, তার দোকান বাকি ছিল ২১১০ টাকা, কোম্পানির দালাল সেলিম রেজা বলেছে লোকমান তুমি টাকাটা দিয়ে দাও আর বেতন আসলে আমি দিবো। কিন্তু আমাকে কোন টাকা দেয় নাই। আমি মে মাসের ১৩ তারিখ থেকে ডিউটি শুরু করেছি। আমার ফিঙ্গার আইডি নাম্বার: ৮৫০৭। মে মাসের ১৭ দিনের বেতন ওভারটাইম পাব। ওভারটাইম ৩ টা শুক্রবার ৩৬ ঘন্টা। আর ১৪ দিন প্রতিদিন ৪ ঘন্টা করে ৫৬ ঘন্টা ওভারটাইম।

জুন মাসে বেতন দিয়েছে ১৪,৫০০ টাকার পরিবর্তে ৯,৪০০ টাকা। কোন ওভার টাইম দেয় নাই। চার শুক্রবার ১২ ঘন্টা করে ৪৮ ঘন্টা, ২৬ দিন ডিউটি এবং ৪ ঘন্টা করে ওভার টাইম ১০৪ ঘন্টা। জুলাই মাসের ফুল বেতন এবং ওভারটাইম বাকি। আগস্ট মাসের ৯ দিনের বেতন পাব। দুই শুক্রবার ১২ ঘন্টা করে ওভারটাইম এবং ৭ দিন ৪ ঘন্টা করে ওভার টাইম ২৮ ঘন্টা পাওনা রহিয়াছি। সর্বমোট ওই প্রতিষ্ঠান থেকে ৫২ হাজার ৪’শ ১৭ টাকা পাওনা রহিয়াছি।

অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, আমি উক্ত কোম্পানীতে জমাকৃত আমার সমস্ত কাগজপত্র উদ্ধারসহ আমার পাওনা চাই। আর কারোর সাথে যাতে এমন প্রতারণা করতে না পারে সে জন্য আমি দালাল শামিম রেজার শাস্তি চাই।
এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম জানান, গতকাল বাদিকে নিয়ে আশারিরচর লায়ন সিকিউরিটির অফিসে গিয়েছিলাম। কর্তৃপক্ষের সাথে কথা বলে বাদীর পাওনা পরিশোধ করার জন্য বলে এসেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *