দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশে পরিবেশ রক্ষায় সচেতনতা ছড়িয়ে দিতে রোটারি ক্লাব অব ইকো ঢাকার উদ্যোগে এবং দেশের আরও ৫০টি রোটারি ক্লাবের সহযোগিতায় শুরু হওয়া “প্রকৃতিযাত্রা” পৌঁছেছে দিনাজপুরে। রোববার (২৪ আগস্ট ২০২৫) সকালে দিনাজপুর স্কলারস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে একটি পরিবেশ র্যালীর মাধ্যমে স্থানীয় কার্যক্রমের উদ্বোধন হয়।
র্যালীতে অংশ নেন শিশু-কিশোর, তরুণ-তরুণী, এলাকার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সাধারণ মানুষ। সকাল ১০টায় পরিবেশ র্যালীর পর অনুষ্ঠিত হয় শিশুদের অংশগ্রহণে পরিচ্ছন্নতার খেলা। এরপর শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রকৃতিযাত্রার কর্মসূচিতে আরও ছিল বৃক্ষরোপণ, বিষমুক্ত চাষাবাদ নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময়, বিকেলে প্রকৃতি পাঠাগার গঠন এবং শিশুপার্ক প্রাঙ্গণে প্রাণ-প্রকৃতি বিষয়ক লোকগান পরিবেশনা।
দেশের ৬৪ জেলায় এই পরিবেশ অভিযাত্রা অনুষ্ঠিত হবে এবং আগামী ৩০ নভেম্বর টেকনাফ, কক্সবাজারে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শেষ হবে।
দিনাজপুর পর্বে আয়োজনে উপস্থিত ছিলেন প্রকল্প প্রধান রোটারিয়ান সাইফুল ইসলাম (শামীম), রোটারি ক্লাব অব দিনাজপুরের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুস সালাম তুহিন, রঞ্জিত কুমার সিংহ, আরিফুর রহমান, ক্লাব সেক্রেটারি অ্যাডভোকেট হুসনাউল আসমা, সামাজিক সংগঠন ভাবনার কর্ণধার মোস্তাফিজুর রহমান রূপম, স্কলারস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাদেকুর রহমান, সাংস্কৃতিক কর্মী চন্দনসহ ইন্টার্যাক্ট ক্লাব অব ইকো ঢাকার সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।