বেনাপোল প্রতিনিধি
বিয়ের প্রতিশ্রুতি না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বেনাপোলের তরুণী শামছুন্নাহার বন্যা। প্রেমিক নাইমকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ আগস্ট) সকালে যশোর শহরের পালবাড়ি এলাকার একটি ভাড়া বাসায়।
বন্যা বেনাপোলের রঘুনাথপুর গ্রামের হারুন অর রশিদের মেয়ে। তিনি নার্সিং পাশ করেছিলেন। অন্যদিকে প্রেমিক নাইম সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের মাহবুব আলমের ছেলে এবং অভয়নগরের নওয়াপাড়া বাজারের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পালবাড়ি এলাকায় ভাড়া বাসায় তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করলেও বিয়ের কোনো আনুষ্ঠানিকতা হয়নি। বন্যা বারবার বিয়ের প্রস্তাব দিলেও চাকরি স্থায়ী না হওয়া ও পারিবারিক অজুহাতে এড়িয়ে যেতেন নাইম।
শেষ পর্যন্ত প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে হতাশায় ভেঙে পড়েন বন্যা। শনিবার সকালে ভাড়া বাসাতেই ওড়না দিয়ে গলায় ফাঁস দেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত নাইম তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সেখান থেকেই পুলিশ নাইমকে হেফাজতে নেয়।
যশোর কোতোয়ালি থানার পুলিশ জানায়, মরদেহের পোস্টমর্টেম করা হবে। পাশাপাশি বন্যার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তা গ্রহণ করা হবে। ইতিমধ্যে ঘটনাটি তদন্ত শুরু হয়েছে।