বেনাপোল প্রতিনিধি:
“জুলাই-আগস্ট/২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনায় এসো বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যে বেনাপোলে অনুষ্ঠিত হলো স্কুল শিক্ষার্থীদের চিত্রাংকণ, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তব্য প্রতিযোগীতা-২০২৫। বেনাপোল পৌর এলাকার পাশাপাশি বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই প্রতিযোগিতায় অংশ নেন।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় বেনাপোলের পৌর বিয়েবাড়ী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ‘সৃজনশিখা’র প্রতিষ্ঠাতা মো. নাজমুল হুসাইন জয়। অনুষ্ঠান উদ্বোধন করেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব ও উপদেষ্টা মো. নুরুজ্জামান লিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. আক্তারুজ্জামান (বেনাপোল পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক), মো. মোস্তাফিজ্জোহা সেলিম, মফিজুর রহমান বাবু, লেখক, কবি, সাহিত্যিক, শিক্ষানুরাগী ও স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা।
উদ্বোধক ডা. কাজী নাজিব হাসান বলেন, “জুলাই গণঅভ্যুত্থান জাতির গৌরবময় ইতিহাস। এর শহীদদের অবদান কখনো ভুলে যাওয়া যাবে না। নতুন প্রজন্মের মধ্যে এ ইতিহাস ছড়িয়ে দিতে হবে।”
প্রধান অতিথি মো. নুরুজ্জামান লিটন বলেন, “আজকের তরুণদের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। বিনোদনের পাশাপাশি শিক্ষার প্রতি মনোযোগ দিতে হবে এবং সন্ধ্যার পর শিক্ষার্থীরা বাড়ির বাইরে যেন না যায়, এ বিষয়ে অভিভাবকদের কঠোর নজরদারি জরুরি।”
প্রতিযোগিতায় পৃথক তিনটি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্বে ছিলেন মোহসিন হোসেন হৃদয়, ‘সৃজনশিখা’র উপদেষ্টা।