সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
শান্তি প্রতিষ্ঠায় সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শানে রেসালাত সম্মেলনের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ঢাকা মহানগর যাত্রাবাড়ী ১০নং জোনের অন্তর্গত সিদ্ধিরগঞ্জ থানা শাখার আয়োজনে শুক্রবার বিকেলে চিটাগাংরোড এলাকায় সৌদি-বাংলা শপিং মল চত্বরে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সম্মলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর মুফতি মহিউদ্দিন রব্বানী, মুফতি আব্দুল আওয়াল, মুফতি আহমদ আলী কাসেমী, মাওঃ আব্দুল কাদের, মাওঃ আব্দুল কাইউম সুবহানী, মুফতি আব্দুল কাইম সুবহানি, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওঃ ফজলুল করিম কাসেমী, মাওঃ মনজুরুল ইসলাম আফেন্দী, এবিএম সিরাজুল মামুন, সহকারী মহাসচিব মুফতী আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ, সহকারী প্রচার সম্পাদক মুফতী শরিফুল্লাহ, সহকারী সমাজ কল্যান সম্পাদক মাওঃ রাশেদ বিন নূর।
সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুফতি কাসেম আল হোসাইনী ও মাওলানা নূর হোসেন নূরানীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর পল্টন জোনের সহ-সভাপতি মুফতি আসাদুল্লাহ জাকির, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা হাসমত আলী, আইন বিষয়ক সম্পাদক মুফতী আরিফ বিল্লাহ, কোনাপাড়া জামে মসজিদের খতিব মুফতী আহমদ উল্লাহ উজানবী, ঢাকা মহানগর ১০নং জোনের সভাপতি আজিজুল হক শেখ সাদী, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সিনিঃ সহ-সভাপতি মুফতী শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মুফতী হুজাইফা আল মাহদী, ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতী আবু তাহের আল মাদানী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমূখ।