স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে আর মাত্র একদিন বাকি। ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে মাঠে গড়াচ্ছে ছয় দলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এরই মধ্যে উদ্বোধনী ভেন্যুতে পৌঁছে গেছে বেশিরভাগ দল। তবে আসর শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে রংপুর রাইডার্স।
দলের স্পিনার নাইম হাসান প্রস্তুতি ম্যাচে চোটে পড়ায় বিপিএলের শুরুর অংশে তাকে পাচ্ছে না রংপুর। গত সোমবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সাইড স্ট্রেন ইনজুরিতে আক্রান্ত হন এই টাইগার স্পিনার। নিলাম থেকে তাকে দলে ভেড়ায় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স।
চোটের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ নাইমকে দুই সপ্তাহের বিশ্রামের পরামর্শ দিয়েছে। ফলে তিনি বিপিএলের সিলেট পর্ব ছাড়াও ঢাকা ও চট্টগ্রাম পর্বের বড় অংশ মিস করতে পারেন। টুর্নামেন্টের শেষভাগে তার মাঠে ফেরা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
রংপুর রাইডার্সের এক কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা পর্বে নাইমকে পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী। তবে দুই সপ্তাহ পর পুনরায় মেডিকেল মূল্যায়নের পরই তার বিপিএল খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে।
এদিকে নাইম হাসানও আশাবাদ ব্যক্ত করে বলেছেন, সিলেট ও চট্টগ্রাম পর্ব মিস করলেও ঢাকা পর্ব দিয়ে মাঠে ফেরার লক্ষ্য তার। তবে ফিটনেসই শেষ কথা বলবে বলে জানিয়েছেন তিনি।