নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
শনিবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জানান, আগুন লাগার কারণ অনুসন্ধানে তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে জরুরি বৈঠক ডাকা হয়েছে।
সকাল ৭টার দিকে যাত্রী পরিবহনের প্রস্তুতিকালে জাহাজটিতে আগুন ধরে যায়। এতে জাহাজের এক কর্মচারী নুর কামাল নিহত হন। তিনি ঘটনাস্থলে একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও কোস্টগার্ড টানা চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে; তবে জাহাজটির বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, উদ্ধারকৃত মরদেহ সম্পূর্ণ পুড়ে গেছে। আরও কেউ আটকে ছিলেন কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনের উৎস এখনও নিশ্চিত করা যায়নি।
সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, জাহাজের ১৯৪ যাত্রীর একটি অংশকে ধারণক্ষমতা অনুযায়ী অন্য জাহাজে করে সেন্ট মার্টিনে পাঠানো হয়েছে, বাকিদের যাত্রা পরবর্তী দিনে সম্পন্ন হবে।
উল্লেখ্য, চলতি মৌসুমে ১ ডিসেম্বর থেকে কক্সবাজার–সেন্ট মার্টিন নৌরুটে নিয়মিত সাতটি পর্যটকবাহী জাহাজ চলাচল করছে।