নিজস্ব প্রতিবেদক :
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে, মস্কো যুদ্ধ শেষ করতে চায় না। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি বা সংঘাত সমাধানের পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য তিনি রোববার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।
শনিবার কিয়েভ ও এর আশপাশে রাশিয়ার হামলায় একজন নিহত হয়েছেন এবং দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। প্রচণ্ড শীতে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় পড়েছেন। কিয়েভ অঞ্চলের গভর্নর মিকোলা কালাশনিক জানিয়েছেন, নিহত ব্যক্তি ৪৭ বছর বয়সী একজন নারী। আহতদের মধ্যে ১১ জন হাসপাতালে ভর্তি।
রাজধানীতে হামলার ফলে প্রায় ২,৬০০টি আবাসিক ভবন এবং শত শত স্কুল, কিন্ডারগার্টেন ও কমিউনিটি ভবনে তাপ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বর্তমানে ৩ লাখ ২০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন।
জেলেনস্কি বলেন, “রাশিয়া ইউক্রেনকে আরও ভোগান্তিতে ফেলতে এবং বিশ্বজুড়ে চাপ সৃষ্টি করতে প্রতিটি সুযোগ কাজে লাগাচ্ছে।” তিনি যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবেন, যেখানে ২০ দফার প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এই প্রস্তাব অনুযায়ী বর্তমান যুদ্ধরেখা ধরে সংঘাত স্থগিত রাখা হবে এবং পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের সুযোগ পাবে ইউক্রেন। বাফার জোনও গড়ে তোলা হতে পারে।
রাশিয়া শুক্রবার অভিযোগ করেছে, জেলেনস্কি ও তার ইউরোপীয় সমর্থকরা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত এই পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন।