নিজস্ব প্রতিবেদক :
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ শনিবার (২৭ ডিসেম্বর) মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
তিনি চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল এর নিকট মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, উপজেলা নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, পৌরসভা আমীর মাওলানা আক্তার হোসেন এবং সোনাইমুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।