যশোর প্রতিনিধি :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় যশোরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল, যশোর জেলা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণের জন্যও দোয়া করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশ নেন। দোয়া ও মিলাদ শেষে উপস্থিতদের মধ্যে তাবারুক বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, দলের চেয়ারপার্সনের রোগমুক্তির জন্য এ ধরনের দোয়া মাহফিল ভবিষ্যতেও অব্যাহত থাকবে।