January 8, 2026, 2:36 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

বড়দিনের ছুটিতে পর্যটকে মুখর কক্সবাজার, শত কোটি টাকার বাণিজ্যের আশা

নিজস্ব প্রতিবেদক :

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব বড়দিনের সরকারি ছুটি ঘিরে কক্সবাজারে হচ্ছে রেকর্ড পরিমাণ পর্যটকের সমাগম। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই শহর ও সৈকত এলাকায় দেখা গেছে লাখো মানুষের উপস্থিতি। সমুদ্রপাড়ে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে অবকাশযাপন আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে ব্যস্ত পর্যটকেরা।

রাজধানীর মিরপুর থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা আরিফুল হুদা বলেন, “কক্সবাজার আমার প্রিয় জায়গা। সুযোগ পেলেই চলে আসি। সমুদ্র আমাকে মুগ্ধ করে—বিশেষ করে শীতের সময় পরিবেশটা খুব ভালো লাগে।”

তবে আনন্দের পাশাপাশি ভোগান্তির অভিযোগও রয়েছে। ভাড়া ও খাবারের অতিরিক্ত দাম, পরিবহনজট এবং কিছু খুচরা বিক্রেতার হয়রানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সিরাজগঞ্জের ব্যবসায়ী শামসুল আলম। তাঁর দাবি, এসব নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানো জরুরি।

বড়দিন উপলক্ষে কক্সবাজারের অভিজাত হোটেলগুলো নেয় নানা আয়োজন। শহরের পাঁচ শতাধিক হোটেল–মোটেলের কক্ষ প্রায় পূর্ণ—বর্ষবরণের আগ পর্যন্ত বুকিং রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। মৌসুমে শত কোটি টাকার বেশি লেনদেন হবে—এমন আশাবাদ পর্যটন ব্যবসায়ীদের।

হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, টানা ছুটি আর বছরের শেষভাগের কারণে পর্যটকের চাপ বেশি। ফলে বাণিজ্য প্রত্যাশার চেয়েও বাড়বে বলে ধারণা করছেন তাঁরা।

এদিকে পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি প্রতিরোধে ট্যুরিস্ট পুলিশ নিয়মিত টহল ও মনিটরিং করছে। কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। সহায়তা প্রয়োজন হলে ট্যুরিস্ট পুলিশের হেল্পলাইনে (০১৩২০১৬০০০০) যোগাযোগ করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *