নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের কাদেরীয়া পাড়ায় বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে এই অগ্নিকাণ্ডে রুমি আক্তার (৫৫) ও তার নাতনী জান্নাত আক্তার (৫) মারা গেছেন।
স্থানীয় ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়। মুহূর্তের মধ্যে ছয়টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। নিহত রুমি ও জান্নাত ওই ঘরে আটকা পড়ে প্রাণ হারান।
ভুক্তভোগীরা ৯৯৯-এ কল দিলে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান জানিয়েছেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”