বরিশাল প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বরিশালের নদী বন্দরে প্রস্তুত করা হয়েছে চারটি বিশালাকৃতির লঞ্চ। বরিশাল জেলা বিএনপির পক্ষ থেকে ভাড়া করা এই লঞ্চগুলো বিকেল নাগাদ নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।
বরিশাল জেলার ১০টি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সকাল থেকেই বাসস্ট্যান্ডে ভিড় করছেন। লঞ্চে রশি বেঁধে নিজ নিজ কর্মীদের জন্য জায়গা নির্ধারণ করা হচ্ছে।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন জানান, বরিশাল জেলা থেকে ৪টি লঞ্চ এবং ২০টি বাসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নিজেদের উদ্যোগে আরও হাজার হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছে। মহানগর থেকেও দুটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।
বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন জানিয়েছেন, বরিশাল থেকে প্রায় ৫ লক্ষাধিক নেতাকর্মী সড়ক ও নদী পথে ঢাকায় যাত্রা করবে। তিনি বলেন, “তারা স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে তুলতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।”
নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে, এবং দল মনে করছে, দেশে নেতার ফেরার এই মুহূর্ত ভোট ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।