নিজস্ব প্রতিবেদক :
আগামী ২৫ ডিসেম্বর, প্রায় ১৮ বছরের নির্বাসনের পর, দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে পিরোজপুরে জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
জানা যায়, ৬টি লঞ্চ এবং শতাধিক বাসের ব্যবস্থা করে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব সাঈদুল ইসলাম কিসমত বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা বিএনপি কয়েক দিন ধরে প্রস্তুতি বৈঠক করছে। ঢাকা যাওয়া প্রস্তুতি কমিটি-এর আহ্বায়ক করা হয়েছে জেলা কমিটির সাবেক ও বর্তমান সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনকে। তিনি জানান, নেতাকর্মীদের সুবিধার্থে ২৪ ডিসেম্বর সন্ধ্যায় হুলারহাট নদীবন্দর থেকে লঞ্চ ছাড়বে, যেখানে রাতের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। পরের দিন, ২৫ ডিসেম্বর ভোরে শহর ও জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক বাস নেতাকর্মীদের নিয়ে ঢাকায় রওনা হবে।
জেলা নেতারা জানিয়েছেন, এই যাত্রা শুধু তারেক রহমানকে বরণ করার জন্য নয়, সমর্থকদের উজ্জীবিত হওয়ার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।