আন্তর্জাতিক ডেস্ক :
ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনার প্রতিবাদে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইকমিশন এলাকায় ১৫ হাজার সদস্যের ‘শক্তিশালী’ পুলিশ বাহিনী মোতায়েন করেছে দিল্লি পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিক্ষোভকারীদের হাইকমিশন থেকে প্রায় ৮০০ মিটার দূরে আটকে রাখতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীদের হাইকমিশনে ঢোকা ঠেকাতে সরকারি বাস ব্যবহার করে একাধিক স্তরের প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। তবে কিছু বিক্ষোভকারী দুটি স্তরের ব্যারিকেড ভেঙে কূটনৈতিক ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে।
বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের নেতৃত্বে এই বিক্ষোভ চলছে বলে জানিয়েছে এনডিটিভি। বিক্ষোভকারীদের ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দেখা গেছে।
পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ হাইকমিশনের চারপাশে তিন স্তরের ব্যারিকেডিং, পুলিশ ও আধাসামরিক বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলো আগেই সতর্ক অবস্থানে ছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এদিকে, একই দিন সকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তিনি বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম-এর সঙ্গে বৈঠক করেন।