January 8, 2026, 2:37 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ঢাকায় যাচ্ছেন মাদারীপুরের ৩০ হাজার বিএনপি নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই খবরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও প্রস্তুতি। মাদারীপুর জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো ঢাকায় সমবেতভাবে যাত্রা করার প্রস্তুতি নিচ্ছে। মাদারীপুর জেলা থেকে পাঁচটি উপজেলা থেকে প্রায় ৩০ হাজার নেতা-কর্মী ঢাকায় যাবে। এ জন্য প্রায় আড়াই শতাধিক বাস ও অসংখ্য মাইক্রোবাস ভাড়া করা হয়েছে। জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দলসহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দায়িত্ব ভাগ করে নিয়েছেন।

জেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান জাকির বলেন, “এতদিন পর আমরা নেতাকে সামনা-সামনি দেখব এবং দেশের ভেতর থেকেই নেতৃত্ব পাব। ঢাক-ঢোল বাজিয়ে স্বাগত অনুষ্ঠানে অংশ নেব।”

জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু জানান, “২৫ ডিসেম্বর সকাল ৬টায় মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু হবে। সকাল ৯টার মধ্যে বাড্ডা এলাকার ৩০০ ফিট রাস্তায় সবাই সমবেত হবে।” তিনি আরও বলেন, “আমাদের নেতার প্রত্যাবর্তনের দিন আমরা সব অপশক্তি, লুটেরা, ভোটচোর ও সন্ত্রাসীদের উৎখাত করে সুন্দর দেশ গড়ে তোলার কাজে পাশে থাকব। জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেন, “মাদারীপুর-২ আসনের রাজৈর ও সদর উপজেলা থেকে প্রায় ৫ হাজার নেতা-কর্মী অংশ নেবেন। জেলা ও ইউনিয়ন পর্যায়ের মোট গাড়ি সংখ্যা ২০০-২৫০ ছাড়াবে।”

মাদারীপুর বাস মালিক সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন সান্টু জানান, জেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় তিন শতাধিক বাস রয়েছে, যা বিভিন্ন সংগঠন ভাড়া করছে।

উল্লেখ্য, তারেক রহমান ২০০৮ সালে দেশ ত্যাগ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর মামলা থেকে মুক্তি পাওয়ার পর এবার মা বেগম খালেদা জিয়ার মৃত্যুশয্যায় থাকায় ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *