আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মাদুরো যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন, তা হবে ‘সর্বোত্তম’। তবে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করলে এবারই শেষবারের মতো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে যুদ্ধজাহাজ ও হাজার হাজার সেনা মোতায়েন করেছেন। গত দুই সপ্তাহে মার্কিনরা দুটি তেলবাহী ট্যাংকারও জব্দ করেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “সবকিছু মাদুরোর ওপর নির্ভর করছে। ক্ষমতা ছেড়ে দেওয়া তার জন্য বুদ্ধিমানের কাজ হবে। তবে যদি তিনি প্রতিরোধ করেন, এবারই শেষবারের মতো সুযোগ পাবেন।”
একই সঙ্গে ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোরও সমালোচনা করেছেন। তিনি বলেন, “গুস্তাভো যুক্তরাষ্ট্রের বন্ধু নন। তিনি কোকেইন তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠান, তাই সাবধান থাকতে হবে।”
মাদক চোরাচালান ঠেকানোর নাম করে প্রথমে ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানো শুরু করেন ট্রাম্প। বর্তমানে এই শক্তি ব্যবহার করে মাদুরোকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করার চেষ্টা চলছে। মার্কিন বিমান হামলায় ইতিমধ্যেই ১০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের দাবি, এরা মাদক চোরাচালানে জড়িত ছিলেন।
সূত্র: রয়টার্স