নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল, রামকান্তপুর ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো কাউন্সিল ও দোয়া মাহফিল। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২২ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ।
কাউন্সিল ও দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীরা ব্যাপক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দলের উন্নয়নমূলক কার্যক্রম, শাখার নতুন কমিটির কার্যপরিকল্পনা এবং রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন: মিজানুর রহমান মিলন, সভাপতি, সদর উপজেলা শাখা, তৌহিদ আহমেদ মিলন, সাধারণ সম্পাদক, সদর উপজেলা শাখা, নেকবার হোসেন, সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা শাখা, আব্দুর রাজ্জাক মোল্লা, সিনিয়র সহ-সভাপতি, রাজবাড়ী জেলা শাখা, অনুষ্ঠান সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম মিঠু, সহ-সভাপতি, সদর উপজেলা শাখা। এছাড়াও মূল্যবোধ ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে সমন্বিত পরিকল্পনা তুলে ধরেন।
উক্ত কাউন্সিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন: সিরাজুল ইসলাম দুলাল, সহ-সভাপতি, রামকান্তপুর ইউনিয়ন বিএনপি, সিদ্দিকুর হোসেন, সহ-সভাপতি, রামকান্তপুর ইউনিয়ন কৃষক দল, আজহার মন্ডল, সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন বিএনপি মিনারা বেগম, সভাপতি, ইউনিয়ন মহিলা দল।

এবার ঘোষিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ইউনিয়নের রাজনৈতিক কার্যক্রমকে আরও সংগঠিত ও সক্রিয় করার লক্ষ্যে কাজ করবে।