জেডটিভি বাংলা ডেস্ক :
সুদানের প্রধানমন্ত্রী কামিল ইদ্রিস জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছেন দেশটিতে চলমান গৃহযুদ্ধ অবসানে সমর্থন দেয়ার জন্য। সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া বক্তব্যে তিনি নিরাপত্তা পরিষদকে “ইতিহাসের সঠিক পাশে দাঁড়ানোর” অনুরোধ জানান।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। আরএসএফ দেশটির পশ্চিমাঞ্চল ও দক্ষিণের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে। সংঘাতে হাজারো নিহত ও লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
প্রধানমন্ত্রী ইদ্রিস বলেন, “সুদানে সার্বিক যুদ্ধবিরতি ঘোষণা করা প্রয়োজন, যা জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন ও আরব লীগের যৌথ তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে। বিদ্রোহী মিলিশিয়াদের দখলকৃত এলাকা থেকে সরতে হবে।” তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সময়ের পরে সুদানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হবে, যাতে দেশটির মধ্যে সংলাপ সম্ভব হয়।
জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইদ্রিস এই সফরে মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেননি।
এর আগে, গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সুদানের সংঘাত নিরসনে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে যুক্তরাষ্ট্র ও ‘কোয়াড’ জোট—মিসর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত—এর মধ্যস্থতায় চলা আলোচনাগুলো এখনও স্থবির।
সূত্র: আল আরাবিয়া