নিজস্ব প্রতিবেদক :
জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মো. মোতালেব শিকদারকে গুলির ঘটনায় পুলিশ তার বান্ধবী তনিমা তন্বিকে আটক করেছে। সোমবার দুপুরে তাকে তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
ডিবির ওসি তৈমুর ইসলাম রাত সোয়া ১০ টায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও তিনি জানান।
এর আগে রাত সাড়ে ৮ টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন গুলিবিদ্ধ মোতালেবের স্ত্রী ফাহিমা তাসলিম ঝুমুর। তিনি বলেন, “আমার স্বামীকে কারা এবং কেন গুলি করেছে তা তন্বী ও তার স্বামী মিরাজকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে।”
ঝুমুর আরও অভিযোগ করেন, রোববার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগী দেখতে যাওয়ার পর থেকে তার স্বামী আর বাসায় ফেরেননি। সোমবার সকালে তারা জানতে পারেন, তাকে গুলি করা হয়েছে।
তিনি পুলিশ প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের দ্রুত চিহ্নিত করার জোর দাবি জানিয়েছেন।