আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, হিন্দুত্ববাদী সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের ডাকে ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পরিস্থিতি সামাল দিতে আগেই কূটনৈতিক এলাকার চারপাশে কড়া নিরাপত্তা ও একাধিক স্তরের ব্যারিকেড বসানো হয়। তবে বিক্ষোভকারীরা তৃতীয় ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ একপর্যায়ে লাঠিচার্জ করলে কয়েকজন বিক্ষোভকারী আহত হন। আহতদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একইসঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কয়েকজনকে আটক করা হয়। এ সময় আটক ব্যক্তিদের বহনকারী প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়ে কিছু বিক্ষোভকারী প্রতিবাদ জানাতে থাকেন।
এদিন শুধু হিন্দুত্ববাদী সংগঠনই নয়, সিপিআইএমসহ বিভিন্ন বামপন্থি দল ও গণসংগঠন পৃথক মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। বিকেলেও ডেপুটি হাইকমিশন অভিমুখে একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগেও গত ২০ ডিসেম্বর কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করে বাংলাপক্ষ নামের একটি সংগঠন। সে সময়ও পুলিশি বাধা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। ধারাবাহিক এসব কর্মসূচির প্রেক্ষিতে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েনের প্রভাব দুই দেশেই কূটনৈতিক স্থাপনার সামনে বিক্ষোভের মাধ্যমে প্রকাশ পাচ্ছে।