নিজস্ব প্রতিবেদক :
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশবপুর এলাকায় দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার বিকেল ৩টায় স্থানীয় খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার নুরুল ইসলামের নিজস্ব ভবনে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে আমেরিকান প্রবাসী ডা. সিরাজুল ইসলাম ও খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার নুরুল ইসলামের উদ্যোগে প্রায় ৪০০ জনের বেশি শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন মাওলানা ক্বারী রফিকুল্লাহ। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন নূর হোসেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ মানিক, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মান্নান, আমিশাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবলু, আমিশাপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মান্নান, আমিশাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী পারভেজ আলম এবং আমিশাপাড়া ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল ইসলাম শহীদ।
এ সময় ইউনিয়ন ও থানা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।
স্থানীয়রা জানান, শীতের এই সময়ে এমন উদ্যোগ অসহায় মানুষের জন্য বড় সহায়তা হয়ে এসেছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তারা।