নিজস্ব প্রতিবেদক:
খুলনা-৫ (ডুমুরিয়া–ফুলতলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে কেন্দ্রীয় ছাত্রনেতা শফি মোহাম্মদ খানের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।
বুধবার খুলনার মাননীয় জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র গ্রহণ করেন মোল্লা জসিম উদ্দিন মিল্টন। তিনি খুলনা জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সভাপতি এবং শহীদ জিয়া স্মৃতি সংসদ খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক।
শফি মোহাম্মদ খান দীর্ঘদিনের পরিশ্রমী কেন্দ্রীয় ছাত্রনেতা, জিয়া পরিবারের বিশ্বস্ত কর্মী হিসেবে পরিচিত। স্থানীয় পর্যায়ে তিনি হিন্দু-মুসলিম নির্বিশেষে সাধারণ মানুষের আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে পরিচিত বলে জানান নেতাকর্মীরা।
মনোনয়নপত্র গ্রহণকালে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, শফি মোহাম্মদ খান নির্বাচিত হলে খুলনা-৫ আসনের উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবেন।