January 8, 2026, 2:38 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা রুমিন ফারহানার

নিজস্ব প্রতিবেদক :

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা।

শুক্রবার বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

রুমিন ফারহানা বলেন, “আমি যা বলি, তা-ই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। মার্কা যা-ই হোক, আপনারা পাশে থাকলে আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব।”

তিনি বলেন, দেশের অধিকাংশ আসনে মনোনয়ন ঘিরে উৎসব থাকলেও সরাইল-আশুগঞ্জের মানুষ এখনো জানেন না, তাদের এমপি প্রার্থী কে—যা এই এলাকার মানুষের জন্য হতাশাজনক।

নিজের রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, গত ১৭ বছরে তার অবস্থান ও ভূমিকা স্থানীয় মানুষের অজানা নয়। বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই তিনি রাজনীতিতে এসেছেন বলেও উল্লেখ করেন।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, গত দেড় দশকে দেশের মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। সরকার যে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের আশ্বাস দিচ্ছে, সে বিষয়ে তিনি আশাবাদী থাকার কথা জানান।

এ সময় তিনি সরকারের প্রতি আহ্বান জানান—নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার, ৫ আগস্টের পর থানাগুলো থেকে লুট হওয়া অস্ত্র আইনের আওতায় আনা এবং ভোটার, প্রার্থী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে।

প্রায় প্রতি সপ্তাহে এলাকায় অবস্থানের কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, সরাইল ও আশুগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার স্বপ্ন রয়েছে তার। জনগণের ভোটে সংসদে গেলে সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন বলে আশ্বাস দেন।

উল্লেখ্য, বিএনপি ইতোমধ্যে দুই দফায় ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এখনো দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এ আসনে রুমিন ফারহানা দীর্ঘদিন ধরেই নিয়মিত গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *