আন্তর্জাতিক ডেস্ক :
বাণিজ্যিক ছাড়–সংক্রান্ত বিষয়ে সমঝোতায় পৌঁছাতে না পারায় যুক্তরাজ্যের সঙ্গে স্বাক্ষরিত ৪ হাজার ১৬০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের সরকারি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
গত সেপ্টেম্বর মাসে স্বাক্ষরিত এই চুক্তিটি ‘ল্যান্ডমার্ক সমঝোতা’ নামে পরিচিত। চুক্তি অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা, বেসামরিক খাতে পরমাণু শক্তির ব্যবহার, কোয়ান্টাম প্রযুক্তি এবং সামরিক ও বেসামরিক কৌশলগত বিভিন্ন খাতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতামূলক বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার কথা ছিল। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়িয়ে সাধারণ মানুষের জীবনমান সহজ ও লাভজনক করার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছিল।
চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার এক বিবৃতিতে বলেছিলেন, এই সমঝোতার মাধ্যমে ব্রিটেনের জনগণ নতুন প্রজন্মের বিজ্ঞান ও প্রযুক্তির পথে আরও এক ধাপ এগিয়ে যাবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় দেশটির অবস্থান শক্তিশালী হবে।
তবে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আওতায় যুক্তরাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি খাতের কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে শুল্কছাড় দিতে সম্মত হলেও ওয়াশিংটন এতে সন্তুষ্ট হয়নি। মার্কিন পক্ষের দাবি ছিল, শুল্কমুক্ত সুবিধার পরিধি আরও বিস্তৃত করা।
অন্যদিকে যুক্তরাজ্যের কর্মকর্তারা মার্কিন এই দাবির সঙ্গে একমত হতে পারেননি। এ বিষয়ে চলতি ডিসেম্বরের শুরু থেকে উভয় দেশের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত দুই পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকায় গত সপ্তাহে যুক্তরাষ্ট্র চুক্তিটি স্থগিতের সিদ্ধান্ত নেয়।
যুক্তরাজ্যের এক কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিকভাবে দৃঢ় এবং তা এখনও অটুট রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিখাতে বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের সাধারণ মানুষের কাছে প্রযুক্তিগত সুযোগ-সুবিধা সহজলভ্য করাই ছিল এই চুক্তির মূল লক্ষ্য। আমরা সেই প্রতিশ্রুতিতে এখনও অটল।”
সূত্র: আনাদোলু এজেন্সি