নিজস্ব প্রতিবেদক :
সোমবার (১৫ ডিসেম্বর) বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ভুপালী সরকার তাকে লিখিতভাবে শোকজ করেন। শোকজের জবাব আগামী দুই দিনের মধ্যে দিতে বলা হয়েছে। ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক।
স্থানীয় প্রশাসন ও সূত্রের তথ্য অনুযায়ী, ১৫ ডিসেম্বর বিকেলে রায়পুর বাজারে বিএনপির মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম সৌদি ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস নেতৃত্ব দেন। মিছিলটি বাজার প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। এই সময় ধানের শীষ প্রতীক ও টি এস আইয়ুবের নামে স্লোগান দিতে দেখা যায়। মিছিল ও শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা বিএনপি প্রার্থী নিজেও ফেসবুকে শেয়ার করেন।
শোডাউন ও মিছিলের পর স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সহকারী রিটার্নিং অফিসার ঘটনাস্থলে যান। তবে তার আগেই কর্মসূচি শেষ হয়ে যায়। পরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের নির্দেশে আইয়ুবকে শোকজ করা হয়।
শোকজে উল্লেখ করা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য নির্বাচন কমিশন নির্ধারিত তফসিল অনুসারে, নির্বাচনের তিন সপ্তাহ আগে কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনী প্রচার করা যাবে না। কিন্তু ১৫ ডিসেম্বর বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে অনুমোদন ছাড়া মিছিল ও শোডাউন পরিচালিত হয়েছে যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ভুপালী সরকার বলেন, “স্থানীয়দের অভিযোগ পাওয়ার পর আমরা অভিযানে যাই, কিন্তু কর্মসূচি শেষ হয়ে গিয়েছিল। যদিও প্রার্থী সরাসরি উপস্থিত ছিলেন না, তাঁর পক্ষে নেতাকর্মীরা শোডাউন করেছে। তাই আচরণবিধি ভঙ্গের দায়ে প্রার্থীকে প্রাথমিক শোকজ করা হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করলে টি এস আইয়ুব ফোন রিসিভ করেননি।