নিজস্ব প্রতিবেদক :
পাবনার ঈশ্বরদীতে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের গুলিতে নিহত হয়েছেন লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি বীরু মোল্লা (৪৮)। বুধবার (১৭ ডিসেম্বর) সকালেই উপজেলার কামালপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
নিহত বীরু মোল্লা ছিলেন কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার নিশ্চিত করেছেন, পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার বীরু মোল্লার চাচাতো ভাই জহুরুল মোল্লা বিরোধকৃত জমি থেকে মাটি কাটেন। বুধবার সকালে বীরু মোল্লা কয়েকজন সহ স্থানীয় এলাকায় গিয়ে জহুরুল মোল্লার বাড়িতে এই বিষয়ে কথা বলতে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায় জহুরুল ও তার ছেলে ফাঁকা গুলি ছুড়ে লোকজনকে সরে যেতে বলেন। সরে না গেলে পুনরায় গুলি ছোড়া হয়, যার ফলে বীরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, গুলি বাড়ির ভেতর থেকে ছোড়া হয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়েছে এবং ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।