নিজস্ব প্রতিবেদক :
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন লায়ন মুনসুর আহম্মেদ মুন্না, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টা ১৩ মিনিটে সাভারের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান লায়ন মুনসুর আহম্মেদ মুন্না, সাধারন সম্পাদক কেন্দ্রীয় কমিটি, রফিক হামিদুল যুগ্ম সাধারন সম্পাদক কেন্দ্রীয় কমিটি, এস এম পলাশ মাহমুদ, সহ সাধারন সম্পাদক কেন্দ্রীয় কমিটি, এ কে আজাদ, প্রচার সম্পাদক কেন্দ্রীয় কমিটি, এ কে এম নজরুল ইসলাম, সভাপতি ঢাকা জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল। এছাড়াও উপস্থিত ছিলেন, দলের অন্যান্য নেতাকর্মীরা ।
শ্রদ্ধা জ্ঞাপনকালে লায়ন মুনসুর আহম্মেদ মুন্না বলেন, “আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা উন্নত বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। দেশের সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ নির্মূল করে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য রয়েছে।”
এর পর সবাই একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।