January 8, 2026, 2:26 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

জবি শিবিরের নৌ র‍্যালি: স্লোগান ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি ঘরে ঘরে’

জেডটিভি বাংলা ডেস্ক :

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির বুড়িগঙ্গা নদীতে নৌ র‍্যালি আয়োজন করেছে। র‍্যালিতে অংশ নেন শতাধিক নেতাকর্মী, যারা হাতে জাতীয় পতাকা ও লাল-সবুজ টি-শার্ট ধারণ করেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এই র‍্যালি শ্যামবাজার ঘাট থেকে পোস্তগোলা ব্রিজ হয়ে আবার শ্যামবাজার ঘাটে এসে শেষ হয়। নৌকায় প্রায় সাত শতাধিক শিবির নেতাকর্মী অংশ নেন। র‍্যালিতে সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ সহ বিভিন্ন স্লোগান দেন। এছাড়া, ‘বিজয় দিবস, সফল হোক’, ‘নদী বাঁচলে, বাঁচবে দেশ’, ‘ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগানও সমানে উঠে।

র‍্যালিতে অংশ নেন শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী ও শাখা শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী ও শাখা শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ, এজিএস প্রার্থী মাসুদ রানাসহ অন্যান্য নেতাকর্মীরা।

র‍্যালি শেষে মো. রিয়াজুল ইসলাম বলেন, “স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাসকে স্মরণীয় করে রাখার জন্য আমরা বিজয় দিবসে এই ব্যতিক্রমধর্মী প্রোগ্রামের আয়োজন করেছি। এটি নদী রক্ষা ও বাঁচানোর একটি বার্তা হিসেবেও বিবেচিত।”

তিনি আরও উল্লেখ করেন, “বুড়িগঙ্গাসহ দেশের সব নদী দূষণ ও দখলের শিকার। ভারতের বিভিন্ন নদী অবরোধ আমাদের পানি ব্যবস্থাপনায় প্রভাব ফেলছে। এছাড়া নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের পোস্ট বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *