নিজস্ব প্রতিবেদন:
কুষ্টিয়ার ভেড়ামারায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তারা পাবনা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।
নিহতরা হলেন পাবনা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মোজহারুল ইসলাম ও এএসআই কয়েস উদ্দিন। মোজহারুল ইসলামের বাড়ি রংপুর জেলায়, কয়েস উদ্দিনের বাড়ি রাজশাহী জেলার তানোর থানার রাতৈল এলাকায়।
ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান জানান, লালনশাহ সেতু পার হওয়ার পর পেছন থেকে তাদের চাপা দেয় কাভার্ডভ্যান। ঘটনাস্থলেই দুই কর্মকর্তা মারা যান। ঘাতক গাড়িটি এখনও আটক করা যায়নি। নিহতদের মরদেহ কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে।