আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জুকো উপত্যকায় ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। টানা তিন দিন ধরে উপত্যকার বিস্তীর্ণ অংশে আগুন জ্বলছে, যা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে প্রশাসন।
ভারতের জাতীয় দৈনিক দ্য হিন্দু–এর প্রতিবেদনে জানানো হয়েছে, গত শুক্রবার চারজন স্থানীয় ট্রেকারের অসাবধানতা থেকেই এই দাবানলের সূত্রপাত। ট্রেকিংয়ের সময় তারা জুকো উপত্যকার একটি এলাকায় তাঁবু স্থাপন করে ক্যাম্পফায়ার জ্বালান। পরে পানির সন্ধানে বেরিয়ে গেলে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের জঙ্গলে।
ফিরে এসে তারা দেখতে পান, আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং নিজেরাই আগুনের মধ্যে আটকা পড়েছেন। পরে শনিবার তাদের উদ্ধার করা হয়। ততক্ষণে প্রায় ১ দশমিক ৩ বর্গকিলোমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।
উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রেকাররা ক্যাম্পফায়ার জ্বালানোর কথা স্বীকার করেছেন। তবে বর্তমানে দাবানল কতটা এলাকায় ছড়িয়ে পড়েছে, তার সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি। শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করছে বলে জানিয়েছে প্রশাসন।
কোহিমা জেলার দুর্যোগ মোকাবিলা বাহিনী আগুন নেভানোর চেষ্টা করলেও জুকো উপত্যকার দুর্গম ভূপ্রকৃতির কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে। খাড়া ঢাল ও সড়কপথ না থাকায় দমকল ও উদ্ধারকারী যানবাহন সেখানে পৌঁছাতে পারছে না।
এ অবস্থায় নাগাল্যান্ড রাজ্য সরকার ভারতের বিমান বাহিনীর সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে পানি ছিটিয়ে আগুন নেভানোর পরিকল্পনা করা হয়েছে।
এরই মধ্যে স্থানীয় বাসিন্দা, পর্যটক ও ট্রেকারদের জুকো উপত্যকার বনাঞ্চল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
সূত্র: দ্য হিন্দু