আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের হরিয়ানায় ঘন কুয়াশার কারণে রোববার (১৪ ডিসেম্বর) সকালে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে বাস, ট্রাক, মোটরসাইকেল ও ছোট গাড়ি একাধিক সংঘর্ষের শিকার হয়েছে।
হিসারের জাতীয় সড়ক ৫২-তে সকাল ৮টার দিকে একটি গাড়ির সঙ্গে দুটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পেছন থেকে আসা অন্যান্য যানবাহন একে অপরকে ধাক্কা দিতে থাকে। দুর্ঘটনায় বেশিরভাগ যাত্রী সামান্য আহত হলেও, এক মোটরসাইকেল চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাতীয় মহাসড়ক ৩৫২-তেও তিন থেকে চারটি বাস পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রোহতাক এলাকায় ১৫২ ডি মহাসড়ক মোড়ে ৩০ থেকে ৪০টি যানবাহনের সংঘর্ষ ঘটে। প্রথমে একটি ট্রাক ও গাড়ির সংঘর্ষের পর পেছন থেকে আসা অন্যান্য গাড়ি একে অপরকে ধাক্কা দেয়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
হরিয়ানায় চলতি সপ্তাহে তীব্র শীত এবং ঘন কুয়াশা বিরাজ করছে। তাপমাত্রা দিনভর ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দুর্ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা ঘন কুয়াশার মধ্যে চলাচলের ঝুঁকি তুলে ধরেছে।
সূত্র: এনডিটিভি