অনলাইন ডেস্ক:
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালানো রোধে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি, পুলিশ ও ইমিগ্রেশন।
শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার নির্বাচনী প্রচারের সময় ওসমান হাদিকে গুলি করা হয়; তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। রোববার (১৪ ডিসেম্বর) নিরাপত্তা বাহিনী নিশ্চিত করেছে, হামলাকারীরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে তার জন্য প্রতিটি সীমান্ত পয়েন্টে তল্লাশি জোরদার করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্তে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চলছে, এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাখাওয়াত হোসেন বলেন, ইমিগ্রেশন রুটেও কোনওভাবে হামলাকারীরা ভারতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসরাফ হোসেন জানান, হামলাকারীদের গ্রেফতার করতে পুলিশকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে।
উল্লেখ্য, বেনাপোল সীমান্তে অপরাধীরা বৈধ ও অবৈধ পথে ভারতে পালানোর চেষ্টা করে থাকে। গত দেড় বছরে সীমান্ত ও ইমিগ্রেশন পয়েন্ট থেকে প্রায় অর্ধশতাধিক অপরাধী গ্রেফতার করা হয়েছে।