নিজস্ব প্রতিবেদক :
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও শিক্ষা ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাতে জীবন আলো ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জীবন আলো ফাউন্ডেশন মেধা বৃত্তি–২০২৫ উপলক্ষে বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন ফাউন্ডেশনের কার্যকরী সদস্য মাওলানা রাকিব হাসান রাফি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবন আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডেন্টিস্ট মাহমুদুল হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি ইব্রাহিম নায়েবে, মুহতামিম, আমিশাপাড়া ভদ্রগাঁও ক্বাওমী মাদরাসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুনির হোসেন, সিনিয়র শিক্ষক, বালিকা দিঘীরপাড় নূরানী ও হাফিজিয়া মাদরাসা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা শামসুদ্দোহা মাহমুদ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সনদ তুলে দেন। বক্তারা বলেন, শিক্ষার আলোই সমাজ ও জাতির উন্নয়নের মূল ভিত্তি। এ ধরনের বৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিন উদ্দিন সুমন। এ সময় আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক নাহিদুল ইসলাম জিতু, সাধারণ সম্পাদক আরমান হোসাইন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ওসমান গনি রবিন, সাংগঠনিক সম্পাদক আহাদুল ইসলাম বিপ্লব, কলেজ বিষয়ক সম্পাদক আসিকুর রহমানসহ জীবন আলো ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা।
আয়োজকরা আশা প্রকাশ করেন, জীবন আলো ফাউন্ডেশনের এই মেধা বৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে।