আন্তর্জাতিক ডেস্ক :
মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি হাসপাতালে বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬৮ জন। এ ঘটনা ঘটেছে রাখাইনের পশ্চিমাঞ্চলীয় জেলা এমরাউক-উ-তে বুধবার সন্ধ্যায়। স্থানীয় হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী এবং প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, হাসপাতালে হঠাৎ বিমান হামলা চালানো হয়।
হাসপাতালের স্বাস্থ্যকর্মী ওয়াই হুন অং বলেন, “এখানকার অবস্থা ভয়াবহ। আমরা এখনও ৩১ মরদেহ এবং ৬৮ আহত রোগীকে উদ্ধার করেছি। তবে মনে হচ্ছে আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। রাতভর উদ্ধার তৎপরতা চালানো হয়েছে এবং এখনও চলছে।”
এ ঘটনায় জান্তার মুখপাত্ররা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে আশঙ্কা করা হচ্ছে, হামলার কারণে মৃত ও আহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।