আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও রিপাবলিকান কংগ্রেসম্যান র্যান্ডি ফাইন প্রকাশ্যে মন্তব্য করেছেন— “ফিলিস্তিনি জনগণকে নিশ্চিহ্ন করা উচিত।” এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। ফাইন আরও বলেন, “আমাকে ইসলামোফোবিক বলা হলে তাতেও ভয় নেই।”
কংগ্রেসে বিতর্কিত মন্তব্য
মঙ্গলবার (৯ ডিসেম্বর) মার্কিন কংগ্রেসের এক শুনানিতে ফাইন দাবি করেন—ইসরায়েলকে ধ্বংসের ডাক দেওয়া জনগোষ্ঠীর সঙ্গে শান্তি স্থাপন সম্ভব নয়। তার প্রশ্ন— “যারা আপনার ধ্বংস চায়, তাদের সঙ্গে কীভাবে শান্তি করবেন? আগে আপনাকেই তাদের ধ্বংস করতে হবে।” তার মন্তব্যের জবাবে জায়োনিস্ট অর্গানাইজেশন অব আমেরিকার প্রেসিডেন্ট মর্টন ক্লেইন বলেন, ইসলামকে ‘সংস্কারের’ মধ্য দিয়ে যেতে হবে এবং মধ্যপ্রাচ্যকে ইসরায়েলকে ‘ইহুদি রাষ্ট্র’ হিসেবে স্বীকার করতে হবে। ক্লেইন অতীতেও মধ্যপ্রাচ্যের মুসলমানদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা
যুক্তরাষ্ট্রের আরব-বিরোধী বৈষম্যবিরোধী সংগঠন (ADC)-এর নির্বাহী পরিচালক আবেদ আয়ুব ফাইনের বক্তব্যকে
“উন্মাদ, গণহত্যামূলক ও বিদেশি সরকারের প্রচারভাষ্য” বলে আখ্যা দেন। তিনি বলেন, ফাইন এমন একজন রাজনীতিক যিনি “ইসরায়েল প্রথম, ইসরায়েল দ্বিতীয়, ইসরায়েল তৃতীয়—আমেরিকানদের জন্য কোনো স্থান নেই।” আরও অভিযোগ করে তিনি বলেন— “ফাইনের উদ্দেশ্য শুধু তেল-আবিবের মনিবদের খুশি করা।”
একাধিকবার ফিলিস্তিনবিরোধী মন্তব্য
র্যান্ডি ফাইন অতীতেও বহুবার ঘৃণা ছড়ানো বক্তব্য দিয়েছেন। ২০২১ সালে মৃত ফিলিস্তিনি শিশুদের ছবি দেখে এক মন্তব্যে বলেন— “খুব ভালোভাবে ঘুমাই! ছবির জন্য ধন্যবাদ!”
গাজার দুর্ভিক্ষ বিষয়ে লিখেছিলেন— “ক্ষুধায় মরে যাক।” মার্কিন কর্মী আইসেনুর এজগি আইগির হত্যাকে প্রশংসা করে লিখেন— “পাথর ছুঁড়লে গুলি খেতেই হবে… গুলি করে মারো। তিনি নিজেকে পরিচয় দেন ‘হিব্রু হ্যামার’ হিসেবে এবং সিএনএনসহ মূলধারার গণমাধ্যমে নিয়মিত বক্তব্য দেন। যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনি কমিউনিটি নেটওয়ার্কের চেয়ারম্যান হাতেম আবুদাইয়্যেহ অভিযোগ করেন—ট্রাম্প বা রিপাবলিকান পার্টি কেউই ফাইনের মন্তব্যের নিন্দা করেনি। তার ভাষায়— “সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণা আমরা সবসময় দেখি, কিন্তু দেশের নির্বাচিত প্রতিনিধির মুখে এমন কথা ভয়াবহ।
এটি ট্রাম্প যুগের রাজনৈতিক সংস্কৃতিরই ধারাবাহিকতা।” রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলের গাজায় চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু অধিকার সংস্থা ও জাতিসংঘ তদন্তকারীরা মনে করেন—এই যুদ্ধের উদ্দেশ্যই ছিল ফিলিস্তিনিদের ধ্বংস করা।