লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় জাতীয় গুরুত্বপূর্ণ দিনদ্বয় যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, নিরাপত্তা জোরদার, সমন্বয় কার্যক্রম এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায়
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শামীমা আক্তার জাহান । উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহিদ এসরাক, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভা শেষে দিনব্যাপী কর্মসূচি সুচারুভাবে পালনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়