আন্তর্জাতিক ডেস্ক :
তাইওয়ানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঁসোয়া উ সম্প্রতি গোপনে ইসরায়েলে সফর করেছেন। রয়টার্সের সঙ্গে পরিচিত তিনটি সূত্র জানিয়েছে, সফরটি এমন সময়ে হয়েছে যখন তাইওয়ান তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে ইসরায়েলের সহযোগিতা চাচ্ছিল।
বেইজিং তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ায় অনেক দেশের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক সীমিত ও গোপনীয় থাকে। ইসরায়েলও কেবল আনুষ্ঠানিকভাবে বেইজিংকে স্বীকৃতি দেয়। সেই কারণে তাইওয়ানের শীর্ষ কূটনীতিকদের ইসরায়েল সফর সাধারণত বিরল ঘটনা।
সূত্রগুলো জানিয়েছে, ফ্রাঁসোয়া উ চলতি মাসে সফর করেছেন। তবে তিনি কাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বা কোন বিষয়ে আলোচনা করেছেন, তা প্রকাশ করা হয়নি। বিশেষভাবে, তাইওয়ানের নতুন বহু-স্তরযুক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘টি-ডোম’ সম্পর্কেও তিনি আলোচনা করেছেন কি না তা নিশ্চিত নয়।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিষয়টি নিশ্চিত করতে অস্বীকার করেছে। তবে তারা একটি বিবৃতিতে জানিয়েছে, তাইওয়ান ও ইসরায়েল স্বাধীনতা ও গণতন্ত্রের মূল্যবোধ ভাগাভাগি করে এবং বাণিজ্য, প্রযুক্তি ও সংস্কৃতিতে পারস্পরিক সহযোগিতা বজায় রাখবে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই বিষয়ে মন্তব্য দেয়নি।