January 10, 2026, 6:57 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

সিদ্ধিরগঞ্জ থানার নতুন ওসি আব্দুল বারিক

সিদ্ধিরগঞ্জ থানার নতুন ওসি আব্দুল বারিক

অনলাইন ডেস্ক:

সিদ্ধিরগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল বারিক। সোমবার (৮ ডিসেম্বর) তিনি সদ্য বদলি হওয়া ওসি মোহাম্মদ শাহীনুর আলমের স্থলাভিষিক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।

দায়িত্ব নেওয়ার পরপরই তিনি থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পেশাগত দায়িত্ব নিষ্ঠা, সততা ও শৃঙ্খলার সঙ্গে পালনের নির্দেশনা প্রদান করেন।

এর আগে আব্দুল বারিক গাজীপুর জেলার কাপাসিয়া থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে দায়িত্বকালীন সময়ে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং জনসেবামূলক কর্মসূচিতে তার ভূমিকাকে উল্লেখযোগ্য বলে বিবেচনা করা হয়।

নবাগত ওসি আব্দুল বারিক বলেন, “সিদ্ধিরগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নির্মূল, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাই।

তিনি আশাবাদী, সমন্বিত প্রচেষ্টায় সিদ্ধিরগঞ্জ থানাকে একটি নিরাপদ ও জনবান্ধব থানা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *