January 9, 2026, 10:28 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ঘুস নেওয়ার অপরাধে চীনের সাবেক শীর্ষ সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

আর্ন্তজাতিক ডেস্ক :

চীনের রাষ্ট্র-নিয়ন্ত্রিত বৃহত্তম সম্পদ ব্যবস্থাপনা তহবিলগুলোর একটির সহযোগী প্রতিষ্ঠান চায়না হুয়ারং ইন্টারন্যাশনাল হোল্ডিংস (CHIΗH)-এর সাবেক মহাব্যবস্থাপক বাই তিয়ানহুই–এর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তার বিরুদ্ধে এই সাজা কার্যকর করা হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে।

২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে বিভিন্ন প্রকল্প অধিগ্রহণ ও অর্থায়নে সুবিধা দেওয়ার বিনিময়ে ১৫৬ মিলিয়ন ডলারের বেশি ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হয় বাইয়ের বিরুদ্ধে।

হুয়ারং দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের কেন্দ্রে রয়েছে। প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান লাই জিয়াওমিন ২০২১ সালে ২৫৩ মিলিয়ন ডলার ঘুষ গ্রহণের দায়ে মৃত্যুদণ্ড পান। এর আগে আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা দুর্নীতির কারণে তদন্তের মুখোমুখি হয়েছেন।

চীনে সাধারণত দুর্নীতির মামলায় মৃত্যুদণ্ড দেয়া হলেও তা দুই বছরের জন্য স্থগিত রাখা হয় এবং পরে যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তিত হওয়ার নজির রয়েছে। তবে বাই তিয়ানহুইয়ের ক্ষেত্রে এই ছাড় পাওয়া যায়নি। ২০২৪ সালের মে মাসে তিয়ানজিনের একটি আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়, যা তার আপিলের পরও বহাল থাকে।

চীনের সুপ্রিম পিপলস কোর্ট জানায়, বাইয়ের নেওয়া ঘুষের অঙ্ক ছিল “অস্বাভাবিক বড়” এবং তার অপরাধের সামাজিক প্রভাব ছিল “জঘন্য”। রাষ্ট্র ও জনগণের স্বার্থের প্রতি এটি “ব্যতিক্রমী ক্ষতি” করেছে বলে মন্তব্য করে আদালত।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, মঙ্গলবার সকালেই তিয়ানজিনে ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে শেষ সাক্ষাতের পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে কোন পদ্ধতিতে তা কার্যকর হয়েছে— সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

চীনে মৃত্যুদণ্ড সংক্রান্ত তথ্য রাষ্ট্রীয় গোপন তথ্য হিসেবে বিবেচিত হয়। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, দেশটিতে প্রতিবছর হাজার হাজার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

চীনের আর্থিক খাতে চলমান দুর্নীতিবিরোধী অভিযানের সর্বশেষ উদাহরণ হলো বাই তিয়ানহুই। এর আগে গত সেপ্টেম্বরেই দেশের শীর্ষ সিকিউরিটিজ নিয়ন্ত্রক সংস্থার সাবেক প্রধান ই হুইমান দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে পড়েন। এ ছাড়া এভারব্রাইট গ্রুপের সাবেক প্রধান লি শিয়াওপেং ঘুষ নেওয়ার দায়ে মার্চে ১৫ বছরের কারাদণ্ড পান এবং ব্যাংক অফ চায়নার সাবেক চেয়ারম্যান লিউ লিয়াঙ্গে ২০২৪ সালের নভেম্বরে ঘুষের জন্য স্থগিতাদেশসহ মৃত্যুদণ্ডে দণ্ডিত হন।

সূত্র: টিআরটি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *