নিজস্ব প্রতিবেদক :
কুড়িগ্রামের রৌমারীতে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু ঘটেছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার জাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলো: শাহজাহানের ছেলে শাহবাব মণ্ডল (২), আবু তালেবের ছেলে আবু তোহা মণ্ডল (৩) দুই শিশুর সম্পর্ক ছিল মামা-ভাগ্নের।
স্থানীয়রা জানান, সকালে শিশু দু’জন বাড়ির সামনে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউপি চেয়ারম্যান মো. সরবেশ আলী বিষয়টি দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন।
রৌমারী থানা-পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।