নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সাতকানিয়ায় ১০ বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এনি আক্তার। সোমবার (৮ ডিসেম্বর) রাতে পিপলস হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে তিন কন্যা ও দুই পুত্র।
চিকিৎসকদের পরামর্শে দম্পতি ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন পদ্ধতি গ্রহণ করেছিলেন। বর্তমানে পাঁচ নবজাতকই পার্ক ভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। তাদের ওজন ১.৪ কেজি থেকে ১.৬ কেজির মধ্যে, দু’জন শিশুর ওজন তুলনামূলকভাবে কম হওয়ায় বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রাঙামাটি মেডিকেল কলেজের ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমি বলেন, “দীর্ঘদিন নিঃসন্তান থাকার পর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম সত্যিই ব্যতিক্রমী। পরিবারে আনন্দের জোয়ার এসেছে।”
মা এনি আক্তার সুস্থ আছেন এবং স্বামী দীর্ঘদিনের অপেক্ষার পর পাঁচ সন্তানের আগমনে উচ্ছ্বসিত।