আর্ন্তজাতিক ডেস্ক :
মার্কিন কৃষকদের সুরক্ষায় ভারত ও কানাডার পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৫ ডিসেম্বর) হোয়াইট হাউসে কৃষকদের জন্য ১ হাজার ২০০ কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, কানাডা থেকে বিপুল পরিমাণ সার আমদানি হওয়ায় মার্কিন উৎপাদন ব্যাহত হচ্ছে। “আমাদের নিজেদের উৎপাদিত সারের বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই প্রয়োজনে কানাডার সারের ওপর উচ্চ শুল্ক আরোপ করা হতে পারে।” সাংবাদিকরা ভারতীয় চালের আধিপত্য নিয়ে প্রশাসনের অবস্থান জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমরা বিষয়টি দেখব। সমাধান খুব সহজ—শুল্ক আরোপ করলেই দুই মিনিটে সমস্যার সমাধান হয়ে যাবে।”
কৃষকদের উদ্দেশে তিনি বলেন, “মার্কিন কৃষকরা দেশের মেরুদণ্ড। দীর্ঘদিন অবহেলিত ছিল এই খাত। আমরা যে শুল্কনীতি নিয়েছি, তার ফলেই আজ কৃষকদের প্রণোদনা দেওয়া সম্ভব হয়েছে।” ট্রাম্প আরও বলেন, “শুধু রাজস্ব বাড়ানোর জন্য নয়—দেশীয় কৃষি, শিল্প ও উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়াই শুল্কনীতির মূল উদ্দেশ্য।”