আর্ন্তজাতিক ডেস্ক :
সৌদি আরবে এখন অঘোষিতভাবে ধনী বিদেশিদের কাছে মদ বিক্রি শুরু হয়েছে। যদিও কাগজে-কলমে দেশে মদ্যপান ও মদ বিক্রি এখনও নিষিদ্ধ।
রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় অবস্থিত এই দোকানটি সরকারি অনুমোদনপ্রাপ্ত একমাত্র মদের দোকান। এখানে কেবল অমুসলিম ও প্রিমিয়াম ভিসাধারী বিদেশিরা মদ কিনতে পারবেন, যাদের মাসিক আয় কমপক্ষে ৫০ হাজার রিয়াল (প্রায় ১৩,৩০০ ডলার) হতে হবে।
দোকানটি মূলত কূটনীতিকদের জন্য খোলা হয়েছিল, তবে সম্প্রতি ধনী প্রিমিয়াম ভিসাধারী বিদেশিরাও এখানে মদ কিনতে পারছেন। এ পর্যন্ত সৌদিতে প্রিমিয়াম ভিসাধারী বিদেশির সংখ্যা ১২,৫০০-এর বেশি।
একজন বিদেশি এএফপিকে বলেন, “প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে সৌদিতে মদ বিক্রি শুরু হয়েছে। কিন্তু প্রাথমিক চেকিং শেষে আমরা মদ কিনতে পেরেছিলাম।”
মদ নিষিদ্ধ থাকা সত্ত্বেও, সৌদিতে এর ইতিহাস রয়েছে। ১৯৫২ সালের আগে দেশে মদের দোকান ছিল, তবে এরপর নিষিদ্ধ হয়। ২০১৭ সালের পর যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরকারের সংস্কার উদ্যোগের অংশ হিসেবে প্রিমিয়াম ভিসাধারীদের জন্য পুনরায় দোকান খোলা হয়েছে।
সরকার জানিয়েছে, ২০২৬ সালের মধ্যে জেদ্দা ও দাহরানেও আরও দুটি অনুমোদিত মদের দোকান খোলার পরিকল্পনা রয়েছে।
সূত্র: এএফপি