স্টাফ রিপোর্টার:
রংপুরের তারাগঞ্জে হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়ের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে পূর্ব রহিমাপুর হিন্দু পল্লীর চাকলা শ্মশানে তাদের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনাব্বর হোসেন এবং তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিনের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়।
এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ছেলে সোভেন চন্দ্র রায় তারাগঞ্জ থানায় অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
রোববার সকালে পুলিশের উপস্থিতিতে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। উত্তর রহিমাপুর গ্রামের নিজ বাড়ির ডাইনিং রুম থেকে যোগেশ চন্দ্র রায় এবং রান্নাঘর থেকে তার স্ত্রী সুবর্ণা রায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় প্রতিবেশীরা মই বেয়ে বাড়ির মধ্যে ঢোকেন। বাড়ির প্রধান ফটকে চাবি পেয়ে ভেতরে গিয়ে তারা প্রথমে ডাইনিং রুমে এবং পরে রান্নাঘরে দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখতে পান। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।