January 11, 2026, 7:11 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ (ঢাকা) :


ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের যৌথ পরিচালনায় গ্রাম আদালত শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় ইউনিয়ন পরিষদের মেম্বারদের নিয়ে আয়োজিত দুইদিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা অংশগ্রহণকারীদের বিচারিক দক্ষতা বৃদ্ধির নানা দিক তুলে ধরেন।

প্রশিক্ষণ কোর্সের সমাপনী দিনের কার্যক্রমে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কোর্স কো-অর্ডিনেটর দিলরুবা ইসলাম। তিনি বলেন,
“গ্রাম আদালত দেশের অন্যান্য বিচার ব্যবস্থার তুলনায় ব্যতিক্রম। এখানে একসঙ্গে দেওয়ানি ও ফৌজদারি, দু’ধরনের মামলা নিষ্পত্তির সুযোগ রয়েছে। তাই গ্রাম আদালতকে সঠিকভাবে পরিচালনা করা অত্যন্ত জরুরি।”
তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের উদ্দেশ্যে আরও বলেন, “যে অভিযোগ গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত, সেগুলো কখনোই অনানুষ্ঠানিক শালিসে নিষ্পত্তি করা উচিত নয়। আইন অনুযায়ী গ্রাম আদালতের মাধ্যমেই বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে।”

এসময় প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম তাঁরা গ্রাম আদালতের কার্যপদ্ধতি, মামলার নথি প্রস্তুত, তথ্য সংগ্রহ, পক্ষ শুনানি ও অভিযোগ নিষ্পত্তির ধাপগুলো অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন। পাশাপাশি সুষ্ঠু বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতে জেন্ডার সংবেদনশীলতা, নারী ও শিশু বান্ধব পরিবেশ এবং জনগণের সমান বিচার পাওয়ার অধিকার সম্পর্কে আলোকপাত করেন।

প্রশিক্ষণের অংশ হিসেবে গ্রাম আদালত পরিচালনার উপর একটি বিশেষ ভিডিও প্রদর্শন করা হয়। এতে মামলার তদন্ত, নথি সংরক্ষণ, শুনানি পরিচালনা ও রায় ঘোষণার বাস্তবধর্মী উদাহরণ দেখানো হয়েছে। ভিডিও প্রদর্শনের পর অংশগ্রহণকারীরা একটি মক ট্রায়াল পরিচালনা করেন, যেখানে তারা গ্রাম আদালতের চেয়ারম্যান, সদস্য ও পক্ষভুক্ত ব্যক্তির ভূমিকায় অভিনয় করেন।

সকলেই সমানভাবে বিচার সেবা পেতে পারেন। এ জন্য ইউপি সদস্যদের প্রশিক্ষণে অর্জিত জ্ঞান তাদের দৈনন্দিন কার্যক্রমে প্রয়োগ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। দুইদিনব্যাপী এ প্রশিক্ষণে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের বিচারিক জ্ঞান ও দক্ষতা উন্নত করবে এবং গ্রাম আদালতের সেবাকে আরও কার্যকরী করতে সহায়তা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *