নিজস্ব প্রতিবেদক :
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা ডিবি পুলিশ একদিনে তিনটি পৃথক অভিযান পরিচালনা করে ৮ জনকে মাদকসহ আটক করেছে। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) রাতজুড়ে মান্দা, নওগাঁ পৌর এলাকা ও ঢাকা বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
প্রথম অভিযানে রাত ৯:৩০ মিনিটে মান্দা থানার কবুলপুর গ্রামে সুজন (৪০) কে ১ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। দ্বিতীয় অভিযান রাত ১০:১০ মিনিটে নওগাঁ পৌরসভার শাফিন ফিলিং স্টেশনের সামনে পরিচালিত হয়, যেখানে ফয়সাল (২৭) ও তার সহযোগী তরিকুল (৩৬) ১৫ পিস ইয়াবাসহ আটক হন।
সবচেয়ে বড় তৃতীয় অভিযানে রাত ১০:৪০ মিনিটে নওগাঁ বাসস্ট্যান্ডসংলগ্ন হোটেল অবকাশের ৪০৬ নম্বর কক্ষ থেকে ৬০ পিস ইয়াবা ও সেবন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানে আবু সাইদ (৩১), সোহেল (৩২), প্রকাশ রাজ বংশী (৩২), জাকির (৩২) ও রিপন (৩২) — মোট পাঁচজনকে আটক করা হয়।
প্রতিটি ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নওগাঁ জেলায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং আগামীদিনেও আরও জোরদার অভিযান চালানো হবে।