নিজস্ব প্রতিবেদক,
খুলনার রূপশা উপজেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রূপশা থানা শাখার সভাপতি মোহাম্মদ দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল মোল্লার সঞ্চালনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সভাপতি মোল্লা জসিমউদ্দীন মিল্টন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (রবি)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা-উল বারি (লাভলু)।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আজাদ হোসেন, সদস্য সচিব, জাসাস খুলনা জেলা শাখা দেলোয়ার হোসেন মুন্সি, সিনিয়র সহ-সভাপতি, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল, খুলনা জেলা, মো. মিজান শেখ, জিয়া সৈনিক দল, মো. ফয়সাল আহমেদ, জিয়া সৈনিক দল, মোহাম্মদ মনির হোসেন (মনির), দপ্তর সম্পাদক, জিয়া সৈনিক দল, এছাড়াও সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, দ্রুত আরোগ্য এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।