আর্ন্তজাতিক ডেস্ক :
জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের অধিকাংশ মানুষ মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের দেশের জন্য নেতিবাচক প্রভাব ফেলছেন। শুধু তাই নয়, অস্ট্রেলিয়া ও ভারতের উল্লেখযোগ্য অংশের নাগরিকের মতে, এশিয়া অঞ্চলের জন্যও ট্রাম্প প্রশাসন উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত—এই চার দেশের মানুষের ওপর করা একটি জরিপে এসব তথ্য উঠে এসেছে। জরিপটি পরিচালনা করেছে সিডনি বিশ্ববিদ্যালয়ের ইউনাইটেড স্টেটস স্টাডিজ সেন্টার। চার দেশই কোয়াড সামরিক জোটের সদস্য।
জরিপের মূল ফলাফল
গত আগস্টে পরিচালিত জরিপে প্রত্যেক দেশ থেকে এক হাজার জন করে অংশ নেন। তাদের মধ্যে— ৫৬% অস্ট্রেলিয়ান, ৫৪% ভারতীয়, ৫৯% জাপানি, মনে করেন ট্রাম্পের প্রেসিডেন্সি তাদের দেশের জন্য খারাপ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট থাকা নিরাপত্তা বাড়ায় কি না—এই প্রশ্নে ভিন্ন মত দেখা গেছে। ৪২% অস্ট্রেলিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের মিত্রতা তাদের নিরাপত্তা নিশ্চিত করছে—যা গত বছরের তুলনায় ১৪ পয়েন্ট কম। ৪৭% জাপানি নাগরিক মনে করেন আমেরিকার সঙ্গে জোট থাকার কারণে তারা নিরাপদ। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতা বজায় রাখার বিষয়ে অধিকাংশ অংশগ্রহণকারীই ইতিবাচক অবস্থান নিয়েছেন।
জরিপে চীনের ব্যাপারেও অংশগ্রহণকারীরা স্পষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। ৪৮% অস্ট্রেলিয়ান, ৪০% মার্কিনি, ৫৮% জাপানি, ৪৬% ভারতীয়, মনে করেন চীন এশিয়ার জন্য ভালো অপেক্ষা বেশি খারাপ। এ ছাড়া ৫৯% জাপানি নাগরিক বলেছেন—চীনের প্রভাব মোকাবেলায় তাদের দেশ এখনো খুবই দুর্বল।